নতুন কুড়িঁ নিউজঃ হবিগঞ্জের বাহুবল উপজেলায় জাতীয় শিক্ষা সপ্তাহ পালন উপলক্ষে আয়োজিত প্রতিযোগিতায় মিরপুর আলিফ সোবহান চৌধুরী সরকারি কলেজের অধ্যক্ষ মো. মাহবুবুর রহমান কলেজ পর্যায়ে বাহুবল উপজেলায় শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হয়েছেন।
এ ছাড়া শ্রেষ্ঠ রোভার শিক্ষক নির্বাচিত হয়েছেন এ কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক মোঃ আপ্তাব উদ্দিন।
অপরদিকে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে কলেজের শিক্ষার্থী নূরে আলম নাহিদ তরফদার, ইমা আক্তার, জসিম মিয়া, আমিনা আক্তার অপি, মোঃ লিমন মিয়া (২টি বিষয়ে), গোলাম তাছওয়ার চৌধুরী, ইফতি দেব, সম্পা বৈদ্য (২টি বিষয়ে), লিপি রানী দাশ (৩টি বিষয়ে), পলাশ চৌধুরী (৩টি বিষয়ে), মোঃ রিপন আখঞ্জী এবং মো. লিটন মিয়া প্রথম স্থান অর্জন করেন।
কৃতিত্বপূর্ণ সাফল্যের জন্য অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন বাহুবল প্রেসক্লাবের সভাপতি সৈয়দ আব্দুল মান্নান ও সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান মাসুম।