নতুন কুড়িঁ নিউজঃ নবীগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ও নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের নাদামপুর বান্দের বাজার জিরো পয়েন্ট এলাকা হইতে ১৩ মে বিকাল সাড়ে ৪ ঘটিকায় মোঃ আলাল মিয়া (৩২), নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ৷
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায় নবীগঞ্জ থানা পুলিশ ও ইনাতগঞ্জ ফার্ড়ি পুলিশের যৌথ অভিযানে ৬০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ দীঘলবাক ইউনিয়নের কসবা গ্রামের মৃত তৈমুছ উল্লার ছেলে ইয়াবা ব্যবসায়ী আলাল আটক করা হয়। আটককৃত আলালের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করে তাকে আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছে নবীগঞ্জ থানা পুলিশ।