নতুন কুড়িঁ নিউজঃ বাহুবলে বাজারে ভ্রাম্যমান আদালতের অভিযানে সিএনজি চালক সহ ৮ ব্যক্তিকে সাড়ে ২৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে, গতকাল বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মহুয়া শারমিন ফাতেমার নেতৃত্বে বাহুবল সড়ক ও ভিতর বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে সিএনজি সহ ৮ ব্যক্তিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন,স্থানীয় সরকার ও ইউনিয়ন পরিষদ আইনে মোট সাড়ে ২৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মহুয়া শারমিন ফাতেমা।