হবিগঞ্জের বাহুবল উপজেলার ইউনিয়ন ব্যাংক লিমিটেড বাহুবল শাখার ম্যানেজার সাজ্জাদুর রহমান চৌধুরী হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না —– রাজিউন)। তাঁর ঘনিষ্ঠ সুত্র জানায় তিনি হৃদরোগে আক্রান্ত হলে তাকে সিলেট হার্ট ফাউন্ডেশন হসপিটালে ভর্তি করা হয়।১১ মে সকাল ৭ টায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরন করেন।
তাঁর দেশের বাড়ি হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার কাগাপাশা গ্রামে।তিনি একজন সৎ নিষ্ঠাবান ব্যাংক কর্মকর্তা ছিলেন। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও তাঁর শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বাহুবল প্রেসক্লাবের সভাপতি সৈয়দ আব্দুল মান্নান ও সাধারণ সম্পাদক সিদ্দিকী রহমান মাসুম সহ প্রেস ক্লাবের সদস্যরা।