নবীগঞ্জ প্রতিনিধিঃ বাংলাদেশ আওয়ামী লীগ নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নের ৭ নং ওয়ার্ড কমিটি স্থগিত ঘোষণা করেছে উপজেলা আওয়ামী লীগ৷ স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দের অভিযোগের প্রেক্ষিতে উপজেলা আওয়ামী লীগ এই সিদ্ধান্ত নিয়েছেন বলে উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি গিয়াস উদ্দিন জানিয়েছেন৷ অভিযোগে উল্লেখঃ গত ৯ মে সোমবার উক্ত ওয়ার্ড আওয়ামী লীগের একটি পকেট কমিটির গুরুতর অভিযোগ তুলে ধরে উপজেলা আওয়ামী লীগের বরাবরে একটি লিখিত অভিযোগ দায়ের করেন, সভাপতি পদে প্রার্থী খায়রুল হাসান খালিছ, হাজী মদরিছ মিয়া, রঙ্গেঁশ দেব,সাধারণ সম্পাদক প্রার্থী আমিনুর রহমান আমিন,মোঃ তফজ্জুল হোসেন সহ নেতৃবৃন্দ৷
এতে উল্লেখ করা হয় বিএনপি সমর্থিত ব্যক্তিদের নিয়ে একটি পকেট কমিটি গঠন করা হয়েছে৷ তাই উপজেলা আওয়ামী লীগ ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের কমিটিকে স্থগিত ঘোষণা করেন৷