বাহুবল প্রতিনিধি” হবিগঞ্জের বাহুবল উপজেলার বাহুবল – রামপুর ভায়া নোয়াগাঁও, মৌড়ি,জয়নাবাদ সড়কের উপর নির্মিত করাঙ্গী নদীর ব্রিজ নির্মিত হলেও নির্মাণকারী প্রতিষ্ঠান মাটি ভরাটের কাজ অসমাপ্ত রেখেই এপ্রোচ কাজ শুরু করার অপচেষ্টা চালাচ্ছেন বলে সচেতন মহল অভিযোগ তুলেছেন। জানা যায় ৪ কোটি ১১ লাখ ৩৮ হাজার টাকার এ ব্রিজ নির্মাণ কাজের টিকাদারী প্রতিষ্ঠান মেসার্স মোস্তফা কামাল।কাজ শেষের মেয়াদ ছিল ১৬ জুন ২০২১ ইং। নদীর উপর ব্রিজটি নির্মিত হলেও ব্রিজের উভয় পাশে এপ্রোচ কাজ সমাপ্ত হয়নি এখনও।গত ৭ মে টিকাদারী প্রতিষ্ঠানের লোকজন মাটি ভরাট কাজ অসমাপ্ত রেখে এপ্রোচের কাজ করলে এলাকাবাসীর তোপের মুখে পড়েন। পরে লোকজন নিয়ে চলে যান। এ বিষয়ে ব্রিজের
পাশ্ববর্তী নোয়াগাও গ্রামের বাসিন্দা তারা মিয়া জানান মাটি ভরাট কাজ অসমাপ্ত রেখে কাজ করতে আসলে আমরা গ্রামবাসী অনিয়ম ভাবে কাজ করতে তীব্র প্রতিবাদ করলে টিকাদার লোকজন নিয়ে ফিরে যান।