1. admin@notunkurisylhet.com : notun :
রবিবার, ০৮ ডিসেম্বর ২০২৪, ০১:২১ অপরাহ্ন
শিরোনাম :
পুলিশের চাকরী নিতে কোটায় বাবা হলেন নি:সন্তান চাচা তাহিরপুরে নানা আয়োজনে প্রতিবন্ধী দিবস পালিত নওগাঁতে সড়ক দুর্ঘটনায় নিহত ৩ আত্রাইকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত উপজেলা গড়তে চান ওসি সাহাবুদ্দীন যুক্তরাজ্যে উচ্চশিক্ষায় চান্সপ্রাপ্তদের নিয়ে প্রি-ডিপার্চার সেশন অনুষ্ঠিত পাইকগাছার কপিলমুনিতে বিএনপি ও সহযোগীসংগঠনের আনন্দ মিছিল জিয়া প্রজন্ম দলের আহবায়ক কমিটি গঠন ট্রেনে নিচে কাটা পরে বাবা মেয়ের মৃত্যু হাকালুকি ভিউ ও এপেক্স ক্লাব অব জুড়ী ভ্যালী’র বন্যায় ক্ষতিগ্রস্হ ১২ পরিবারের মধ্যে সেলাই মেশিন বিতরণ মাদক সম্রাট রাসেল’কে বিপুল পরিমাণ ইয়াবাসহ আটক করে বর্ডার গার্ড বিজিবি

নবীগঞ্জে প্রতিবন্ধী সন্তানের সামনে অসহায় বিধবা মায়ের হাত ভেঙ্গে দিয়েছে সন্ত্রাসীরা” আদালতে মামলা

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : সোমবার, ১৮ এপ্রিল, ২০২২
  • ৪২৯ বার পঠিত

স্টাফ রিপোর্টারঃ নবীগঞ্জ পৌর শহরের শান্তি নগরে এক প্রতিবন্ধী পুত্রের চোখের সামনে অসহায় বিধবা মহিলার হাত ভেঙে দিয়েছে সন্ত্রাসীরা৷ এঘটনায় হবিগঞ্জ সিনিয়র ম্যাজিষ্ট্রেট  আদালতে নির্যাতনের শিকার মহিলা বাদী হয়ে মামলা দায়ের করেছেন, মামলার এজাহারে উল্লেখ ও নির্যাতিত বিধবা মহিলা জানান,

 

একটি ভাড়াটিয়া বাসায় থাকতেন মৃত আব্দুল গনির স্ত্রী তিনি বিধবা  চন্দ্রবান বিবি ও তার দিনমজুর পুত্র প্রতিবন্ধী  শামীম সহ তাদের পরিবার৷ বাসার মালিক মায়া বেগমকে প্রতি মাসের ভাড়াও দিয়ে আসছিলেন নিয়মিত ভাবে৷

 

গত কয়েক মাস ধরে একই উপজেলার বাউশা ইউনিয়নের দরবেশপুর গ্রামের ও বাসার মালিক মায়া বেগমের আত্মীয়  মবত আলী ও তার ভাতিজা জসিম ও জিয়া মিলে বলেন, ওই   বাসার প্রতি মাসের ভাড়া মায়া বেগমকে না দিয়ে  তাদের নিকট দেবার জন্য, তাদের কথামতো মাসোহারা টাকা মবত আলী ও তার ভাতিজার নিকট না দেয়ায়, এরই জেরধরে গত ২২ ফেব্রুয়ারী মঙ্গলবার বিকাল অনুমান ২ ঘটিকায় দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে এই ভাড়াটিয়া অসহায় বিধবা মহিলার উপর সন্ত্রাসী  হামলা চালিয়ে নির্মম নির্যাতন করে চন্দ্রবান বিবির একটি হাত ভেঙ্গে দেয় হামলাকারীরা,এসময় তার প্রতিবন্ধী অসহায় সন্তান মা’কে নির্মম নির্যাতনের দৃশ্য দেখে শুধুই আহাজারি করা ছাড়া আর কোন উপায় ছিলনা৷

 

এবং প্রায় ৫ হাজার টাকার মালামাল ভাংচুর করে ক্ষতি সাধন করে৷ পরে তাকে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে আশংকাজনক অবস্থায় হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করেন, তবে টাকার অভাবে তিনি স্থানীয়ভাবে চিকিৎসা নেন৷

 

হামলাকারীরা এঘটনার পরে মামলা মোকদ্দমা না করতেও হুমকি ধামকি প্রদান করে,অন্যতায তাকে খুন করার ও হুমকি দেয় বলে বিধবা মহিলা দুই সন্তানের জননী এ প্রতিনিধিকে জানান ৷

 

এঘটনায় গতকাল ১৮ এপ্রিল হবিগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট কগ-৫ আদালত হবিগঞ্জে মামলা দায়ের করলে বিজ্ঞ আদালত মামলাটি আমলে নিয়ে নবীগঞ্জ থানা পুলিশকে তদন্ত পূর্বক প্রয়োজনীয়  ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন৷

এটি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2024
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: FT It Hosting