স্টাফ রিপোর্টারঃ নবীগঞ্জ পৌর শহরের শান্তি নগরে এক প্রতিবন্ধী পুত্রের চোখের সামনে অসহায় বিধবা মহিলার হাত ভেঙে দিয়েছে সন্ত্রাসীরা৷ এঘটনায় হবিগঞ্জ সিনিয়র ম্যাজিষ্ট্রেট আদালতে নির্যাতনের শিকার মহিলা বাদী হয়ে মামলা দায়ের করেছেন, মামলার এজাহারে উল্লেখ ও নির্যাতিত বিধবা মহিলা জানান,
একটি ভাড়াটিয়া বাসায় থাকতেন মৃত আব্দুল গনির স্ত্রী তিনি বিধবা চন্দ্রবান বিবি ও তার দিনমজুর পুত্র প্রতিবন্ধী শামীম সহ তাদের পরিবার৷ বাসার মালিক মায়া বেগমকে প্রতি মাসের ভাড়াও দিয়ে আসছিলেন নিয়মিত ভাবে৷
গত কয়েক মাস ধরে একই উপজেলার বাউশা ইউনিয়নের দরবেশপুর গ্রামের ও বাসার মালিক মায়া বেগমের আত্মীয় মবত আলী ও তার ভাতিজা জসিম ও জিয়া মিলে বলেন, ওই বাসার প্রতি মাসের ভাড়া মায়া বেগমকে না দিয়ে তাদের নিকট দেবার জন্য, তাদের কথামতো মাসোহারা টাকা মবত আলী ও তার ভাতিজার নিকট না দেয়ায়, এরই জেরধরে গত ২২ ফেব্রুয়ারী মঙ্গলবার বিকাল অনুমান ২ ঘটিকায় দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে এই ভাড়াটিয়া অসহায় বিধবা মহিলার উপর সন্ত্রাসী হামলা চালিয়ে নির্মম নির্যাতন করে চন্দ্রবান বিবির একটি হাত ভেঙ্গে দেয় হামলাকারীরা,এসময় তার প্রতিবন্ধী অসহায় সন্তান মা’কে নির্মম নির্যাতনের দৃশ্য দেখে শুধুই আহাজারি করা ছাড়া আর কোন উপায় ছিলনা৷
এবং প্রায় ৫ হাজার টাকার মালামাল ভাংচুর করে ক্ষতি সাধন করে৷ পরে তাকে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে আশংকাজনক অবস্থায় হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করেন, তবে টাকার অভাবে তিনি স্থানীয়ভাবে চিকিৎসা নেন৷
হামলাকারীরা এঘটনার পরে মামলা মোকদ্দমা না করতেও হুমকি ধামকি প্রদান করে,অন্যতায তাকে খুন করার ও হুমকি দেয় বলে বিধবা মহিলা দুই সন্তানের জননী এ প্রতিনিধিকে জানান ৷
এঘটনায় গতকাল ১৮ এপ্রিল হবিগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট কগ-৫ আদালত হবিগঞ্জে মামলা দায়ের করলে বিজ্ঞ আদালত মামলাটি আমলে নিয়ে নবীগঞ্জ থানা পুলিশকে তদন্ত পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন৷