জুবায়ের আহমেদ,বাহুবল প্রতিনিধিঃ হবিগঞ্জের বাহুবলে ঢাকা সিলেট মহাসড়কে অজ্ঞাত গাড়ী চাপায় বিশিষ্ট ব্যবসায়ী আলকাছ মিয়া নিহত হয়েছেন।বৃহস্পতিবার ১৪ এপ্রিল রাত প্রায় ৯টার দিকে উপজেলার বাগান বাড়ি নামক স্থানে ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদশী সূত্রে জানা যায়,বাহুবল উপজেলার ৭নং ভাদেশ্বর ইউনিয়নের দৌলতপুর গ্রামের জালাল উদ্দীন এর ছেলে মিরপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আলকাছ মিয়া ওরফে লাদেন(৫০) মটর সাইকেল যুগে বাড়িতে যাচ্চিলেন,উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের বাগান বাড়ি নামক স্থানে পৌছামাত্র অজ্ঞাত একটি গাড়ী তাকে চাপা দিয়ে চলে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ রাকিবুল ইসলাম খানের নেতৃত্বে এস আই সমীরণ চন্দ্র দাস সহ একদল পুলিশ নিয়ে ঘটনাস্থল গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশ এসে আলকাছ মিয়ার লাশ তাদের হেফাজতে নিয়ে যায়,আলকাছ মিয়ার মৃত্যুতে শোকাভিভূত বাহুবল ও মিরপুর বাজারের ব্যবসায়ী নেতৃবৃন্দ।