বাহুবল,প্রতিনিধিঃ বাহুবলে শ্মশান নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষকে ইয়াবা দিয়ে ফাঁসানোর অভিয়োগ উঠেছে,ঘটনাটি ঘটেছে রবিবার ১০ এপ্রিল দুপুরে উপজেলার রশিদপুর বাজারে।
জানা যায়,বাহুবল উপজেলার ৭নং ভাদেশ্বর ইউনিয়নের সুন্দ্রাটিকি পালপাড়া গ্রামের মৃত সুনিল পালের ছেলে অজয় পাল দীর্ঘদিন যাবত রশিদপুর বাজারে শুনামের সাথে দর্জি ব্যবসা করে আসছেন।
গত ২২ মার্চ ২০২২ শ্মশানের সীমানা নির্ধারন নিয়ে সুন্দ্রাটিকি গ্রামের এখলাছ মিয়ার স্ত্রী হনুফা বেগম ও ঠান্ডা মিয়ার ছেলে শফিক মিয়ার সাথে পালপাড়া গ্রামের অজয় পাল ও তার লোকজনের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের ১০ জন আহত হয়।
গুরুতর আহত অজয় পাল সহ কয়েকজনকে বাহুবল হাসপাতালে চিকিৎসা দেয়া হয়।এ ঘটনায় সহকারী কমিশনার ভূমি অফিসের সার্ভিয়ার বাদী হয়ে হনুফা বেগম,শফিক মিয়া সহ কয়েকজনের বিরুদ্ধে বাহুবল মডেল থানায় মামলা দায়ের করেন।
এ মামলায় দু’জনকে গ্রেফতার করে পুলিশ। এ ঘটনার জের ধরে অজয় পালের দর্জির দোকানে কৌশলে ইয়াবা রেখে তাকে ফাঁসানো হয়েছে বলে অভিযোগ করেছেন হিন্দু বৌধ্য ঐক্য পরিষদের সভাপতি নিহার রঞ্জন দেব সহ অন্যান্য নেতৃবৃন্দ।