বাহুবল,প্রতিনিধিঃ বাহুবল উপজেলার ঐতিহ্যবাহী করাঙ্গী নদী খনন কাজে ব্যাপক অনিয়ম দুর্নীতির অভিয়োগ উঠেছে, এ নিয়ে বাহুবল মধ্যে বাজারে সর্বদলীয় ব্যানে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।রবিবার ১০ এপ্রিল বিকাল ৩টার দিকে বাহুবল মধ্যে বাজারে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ইয়াকুত মিয়ার সভাপতিত্বে ও আলমগীর কবীরের পরিচালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন,বাহুবল সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজমল হোসেন চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক বশির আহমেদ,উপজেলা বিএনপির সহসভাপতি হাফেজ আব্দুর রকিব,৪নং সদর ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক এখলাছ মিয়া, সদর ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাদিকুর রহমান,উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক বদরুল আলম,উপজেলা সেচ্ছাসেবক লীগ সভাপতি ফারুকুর রশীদ ফারুক,উপজেলা যুব সংঘতির সাধারন সম্পাদক হেলাল মিয়া,যুবলীগ নেতা তারা মিয়া ও জসিম উদ্দিন সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। সভায় বক্তারা বলেন,বর্তমান সরকার কৃষকদের চিন্তা করে এলাকার সুবিধার জন্য বাহুবলের ঐতিহ্যবাহী করাঙ্গী নদী খনন কাজের প্রায় ২০ কোটি টাকা বরাদ্ দিয়েছেন,কিন্ত ঠিকাদারী প্রতিষ্ঠান করাঙ্গী নদী পুনঃ খনন না করে নদীর পাড় কেটে স্থানীয় বাসিন্দারদের ক্ষতিসাধন করছে, ঠিকারদার অনিয়ম দুর্নীতির মাধ্যমে মনগড়া ভাবে খনন কাজ চালিয়ে যাচ্ছে।তারা নদীর তলদেশে গভীর না করে নদীর পাড়ের বসতি মাটি কেটে দায়সারা ভাবে চালাচ্ছে কাজ,তাদের এসব অনিয়ম দুর্নীতির প্রতিবাদ করলে তাদেরকে সেনাবাহিনী,র্যাব ও পুলিশ দিয়ে হয়রানী করার হুমকির বার্তা দেয়া হয় বলে মন্তব্যে করেন বক্তারা।
প্রতিবাদ সভায় বক্তব্যেকালে বক্তারা বলেন,আমরা আমাদের ঐতিহ্যবাহী করাঙ্গী নদীর পুনঃ খনন চাই,যদি কেউ নিজের স্বার্থে নদী পুনঃ খনন না করে অনিয়ম দুর্নীতির আশ্রয় নেয় তাহলে বাহুবলবাসীকে সাথে নিয়ে গণ-আন্দোলন গড়ে তোলা হবে।