বাহুবল প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবলে রাজন মিয়া (২৪) নামের এক কলেজ ছাত্রকে কুপিয়ে ক্ষত বিক্ষত করেছে এলাকার দুৃৃর্বৃত্তরা।
মঙ্গলবার রাত সাড়ে ৯টায় মিরপুর বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের সামনে এ ঘটনাটি ঘটে।
আহত কলেজ ছাত্র হবিগঞ্জ পলিটেকনিক কলেজের শেষ বর্ষের ছাত্র। সে পশ্চিম জয়পুর গ্রামের বাসিন্দা। এ ঘটনায় ঢাকা সিলেট পুরাতন মহাসড়ক এক ঘন্টা বন্ধ করে সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ করে তারা।
আহত রাজন হাসপাতালে জানায়, ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি দুলাল লাইভে থেকে তার ভাই ছাত্রদলের হেলালসহ ৮/১০ লোক তাকে রড হাতুড়ি দিয়ে পিঠাতে থাকে,পরে তারা কুড়াল দিয়া কুপায়।
খবর পেয়ে বাহুবল মডেল থানার একদল পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে নিয়ে আসে।