বাহুবল প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবলে নিন্ম আয়ের জনগণের জন্য ফ্যামেলি কার্ডের মাধ্যমে ভর্তুকি মূল্যে ৭ হাজার ৩শ ৫৬ জনকে টিসিবি পণ্য বিক্রির উদ্বোধন করা হয়েছে।
রবিবার সকালে উপজেলার মিরপুর ইউনিয়নে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মহুয়া শারমিন ফাতেমার সভাপতিত্বে সাংবাদিক সিদ্দিকুর রহমানের পরিচালনায় উদ্বোধন ঘোষনা করেন বাহুবল উপজেলা নির্বাহী চেয়ারম্যান সৈয়দ খলিলুর রহমান চৌধুরী।
উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেহানা মজুমদার মুক্তি, উপজেলা ভাইস চেয়ারম্যান ইয়াকুত মিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান নিলুফার ইয়াছমিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশিষ কর্মকার, মিরপুর ইউনিয়নের চেয়ারম্যান শামীম আহমদ প্রমূখ।
প্রতি প্যাকেটে রয়েছে দুই লিটার ভোজ্যতেল, দুই কেজি চিনি ও দুই কেজি মসুর ডাল। প্রতি প্যাকেটের মূল্য নির্ধারণ করা হয়েছে ৪৬০ টাকা।
মিরপুর ইউনিয়ন চেয়ারম্যান শামীম আহমদ বলেন, মিরপুর ইউনিয়নে ৮শ ৪০ জন ব্যক্তিকে টিসিবি পণ্য বিতরন করা হয়েছে।