নতুন কুড়িঁ নিউজ” হবিগঞ্জে জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে টেকসই আগামীর জন্য জেন্ডার সমতাই আজ অগ্রগন্য এ প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে।
এ দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক কার্যালয়ের সামনে সড়কে এক বর্নাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়।
র্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মিন্টু চৌধুরীর সভাপতিত্বে ও সহকারী কমিশনার মঈন খান এর পরিচালনায় এবং মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক মোঃ মাহবুবুল আলমের সার্বিক ব্যবস্থাপনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ইশরাত জাহান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ পৌর সভার মেয়র আতাউর রহমান সেলিম, অতিরিক্ত পুলিশ সুপার হবিগঞ্জ সার্কেল মাহফুজা আক্তার শিমুল, স্হানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আব্দুল বাছির,যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক আব্দুল্লাহ ভুঁইয়া, জেলা তথ্য অফিসার পবন চৌধুরী, মহিলা বীর মুক্তিযোদ্ধা ফাতেমা বেগম, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌস আরা, জেলা ব্র্যাক সমন্বয়ক মোঃ আতাউর রহমান। এ সময় উপস্থিত ছিলেন নারী নেত্রী, এনজিও প্রতিনিধিগন, মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রশিক্ষনার্থী।