বাহুবল প্রতিনিধি : হবিগঞ্জের বাহুবলে বনশ্রী গোচ্ছগ্রামে অগ্নিকান্ডের ঘটনায় বসতঘর ও দোকান পুড়ে ছাই হয়েছে।
এমনকি ঘরে থাকা ২৫টি মুরগও অগ্নিদগ্ধে মারা গেছে। ঘটনাটি ঘটেছে সোমবার ভোর ৫টার দিকে সিজিল মিয়ার বসতঘরে। এ ঘটনায় সিজিল মিয়ার পক্ষে অন্তত ৩ লক্ষাধিক টাকার ক্ষতিগ্রস্ত হওয়ার কথা দাবী করা হয়।
বনশ্রী গোচ্ছ গ্রামের ফরিদ মিয়া ও ফঠিক মিয়া জানান, ঘটনার সময় সিজিল মিয়া ও তার স্ত্রী সন্তান বাড়িতে ছিলেন না।
এক আত্মীয়র বাড়িতে বেড়াতে গিয়েছেন। এরইমাঝে সোমবার ভোরে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ ঘটনাটি ঘটেছে বলে তাদের ধারনা। স্থানীয়রা পানির সাহায্য আগুন নেভাতে সক্ষম হন।