উপজেলার মুরাদনপুর নামক স্থানে বেপরোয়া গতির ট্রাক্টর চাপায় মোটসাইকেল আরোহী ইসলামী ব্যাংক কর্মকর্তা ঘটনাস্থলে নিহত হয়েছেন।
নিহত মোটরসাইকেল আরোহী নবীগঞ্জ উপজেলার পার্শ্ববর্তী বানিয়াচং উপজেলার ইনাতকান্দি গ্রামের মাওঃ শেখ জাহের উদ্দিনের পুত্র ও ইসলামী ব্যাংক বানিয়াচং শাখার মার্কেটিং অফিসার শেখ মওদুদ আহমদ (৪৫)। ঘনাটি ঘটেছে ১০ ফেব্রুয়ারী বৃহস্পতিবার বিকেল ৪টায় মুরাদপুর নামক স্থানে ।
পুলিশ ও স্থানীয়সূত্রে জানাযায়, হবিগঞ্জ থেকে নবীগঞ্জ ফেরার পথিমধ্যে বিপরীত দিক থেকে আসা বেপরোয়া গতির মালবহনকারী ট্রাক্টরের চাপায় মোটর সাইকেল আরোহী শেখ মওদুদ আহমেদ ঘটনাস্থলেই মর্মান্তিকভাবে প্রাণ হারান।দুর্ঘটনার খবর পেয়ে নবীগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘাতক ট্রাক্টর চালককে আটক করেন এবং ট্রাক্টরটি জব্দ করে থানায় নিয়ে আসেন।
তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং উপজেলার সড়ক গুলোতে অবৈধভাবে চালিত সকল প্রকার ট্রাক্টর চলাচল বন্ধ সহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন সচেতন মহল৷