হবিগঞ্জের বাহুবল উপজেলার সদর বাজারে যেন যানজট তৈরি করাই প্রধান কাজ হলো রাস্তায় দু পাশে ফুটপাতের দোকান কিংবা সিএনজি অটোরিকশা,
রাস্তায় চলাচলকারী সাধারণ মানুষেরা শিকার হচ্ছে এ সবের, সাধারণ পথচারীদের চলাচলে ভোগান্তি রোগীর গাড়ি কিংবা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গাড়ি
রেহাই পাচ্ছে না এসব থেকে।
এ বিষয়ে বাহুবলের পথচারীদের অভিযোগ প্রশাসনের বিভিন্ন দপ্তর রয়েছে বাজারের নিকট, প্রশাসন চাইলেই আমরা এই দুর্ভোগের শিকার হব না।
বাহুবল বাজারের এক পথচারী জানান আমি বাহুবলে আসছি আমার বাচ্চার জন্য কাপড় কিনতে কিন্তু বাচ্চা কে নিয়ে রাস্তা পারাপারের সময় দেখছি যে আধাঘন্টা পরেও রাস্তা ওপারে যাইতে পারি না। এ বিষয়ে কেউ কিছু বলছেন না, আমার বাড়ি নবীগঞ্জের পানিউন্দা গ্রামে, আমাদের নবীগঞ্জ বাজার কত শৃঙ্খলা সুন্দর পরিবেশ, তাই বাহুবল একটি মডেল থানা হিসাবে আমার একটি আবেদন প্রশাসন যে এ বিষয়ে গুরুত্ব দেন।