স্টাফ রিপোর্ট ” বাহুবল কৃষি বিপণী কর্মকর্তার কার্যালয়ের কার্ডের পরিচয়ে লাইসেন্স দেওয়ার নামে টাকা নিতে গিয়ে জনতার হাতে আটক এক ব্যক্তি,
স্থানীয় সূত্রে জানা যায় হবিগঞ্জের বাহুবল উপজেলার সদরে বাহুবল বাজারে আসেন জয়পুর হাটের কার্ড ধারী
আজমল হোসেন নামের এক ব্যক্তি তিনি দাবী করেন বাংলাদেশ সরকারে কৃষি সমাপনী অধিদপ্তরের খামার বাড়ি
আওতার কাজ করে যাচ্ছেন, এরই মধ্যে তিনি জয়পুর হাটেও দীর্ঘ দিন কাজ করে আসছেন, আজ ১৬ জানুয়ারি
বিকাল ৪ টার দিকে বাহুবল বাজারে বিভিন্ন ব্যবসায়ীদের কাছে তিনি টাকা চাইতে দেখেন বাজার ব্যবসায়ী ও সাবেক সেনা সদস্য খালেদ আখুঞ্জি, তার গতি সন্দেহ হলে তিনি আরো কয়েক জনকে নিয়ে তার গতিরোধ করেন, এবং জানতে চান যে কিসের টাকা।
এ বিষয়ে আজমল হোসেন জানান আমাকে আমার অফিস টাকা আদায় করতে পাঠিয়েছে, আমি টাকা নিতেছি আমার স্যারের কথামত,, উল্লেখ বিষয়ে বাজার ব্যবসায়ী জানান আজমল হোসেন জয়পুরের কি কার্ড নিয়ে এসে সাদা কাজের মধ্যে সহজসরল ব্যবসায়ীদের কাজ থেকে ৭০০/৮০০ করে টাকা নিয়ে যাচ্ছেন, তখন আমি সহ কয়েক জন উনার কাছে জানতে চাইলে তিনি আমাদের বলেন
আমি এমনিতেই টাকা নেই, আমার কোনো ডকুমেন্টস লাগেনা, তখন বাজারের সকল ব্যবসায়ীরা মিলে তাকে সৈয়দ মিয়ার চায়ের দোকানে আটক করে বাহুবল উপজেলা নির্বাহী কর্মকর্তা মহুয়া শারমিন ফাতেমা কে খবর দিলে, তাত্ক্ষণিক তিনি ঘটনাস্থলে এসে বিষয় জানতে চাইলে আজমল হোসেন সঠিক কোনো ডকুমেন্টস দেখাতে পারেন নাই, না পাওয়ায় তাকে সন্ধ্যা ৭ টার মধ্যে অফিসের সকল ডকুমেন্টস নিয়ে হাজির হওয়ার নির্দেশ প্রদান করেন নির্বাহী কর্মকর্তা, পরে আজমল হোসেন কে পুলিশ হেফাজতে রয়েছে বলে জানা যায়।