নিজস্ব প্রতিবেদক” আগামী ৩১শে জানুয়ারী আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাহুবল উপজেলার ৭টি ইউনিয়নে সোমবার ৩ জানুয়ারী পর্যন্ত চেয়ারম্যান প্রার্থী সহ বিভিন্ন পদে ৪৮১ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন,এর মধ্যে চেয়ারম্যান পদপ্রার্থী রয়েছেন(৪৬)সংরক্ষিত নারী সদস্য(১০২)ও সাধারণ সদস্য(৩৩৩)জন।
জানা যায় ” ১নং স্নানঘাট ইউনিয়নে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন চেয়ারম্যান পদে (৫) জন,সংরক্ষিত নারী সদস্য পদে(১৪)জন, সাধারণ সদস্য পদে(৪০)জন,২নং পুটিজুরী ইউনিয়নে চেয়ারম্যান পদে( ৬)জন, সংরক্ষিত নারী সদস্য পদে (১৪) সাধারণ সদস্য পদে(৫২) জন,৩নং সাতকাহন ইউনিয়নে চেয়ারম্যান পদে(৭) জন, সংরক্ষিত নারী সদস্য পদে(১৩) জন,সাধারণ সদস্য পদে(৪৬)জন,৪নং বাহুবল সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে(৬)জন,সংরক্ষিত নারী সদস্য পদে(১৩)জন,সাধারণ সদস্য পদে(৫১)জন,৫নং লামাতাসী ইউনিয়নে চেয়ারম্যান পদে(৬)জন,সংরক্ষিত নারী সদস্য পদে(১৮)জন,সাধারণ সদস্য পদে(৪৩)জন,৬নং মিরপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে(৯)জন,সংরক্ষিত নারী সদস্য পদে(১১)জন,সাধারণ সদস্য পদে(৩৯)জন,৭নং ভাদেশ্বর ইউনিয়নে চেয়ারম্যান পদে(৭)জন,সংরক্ষিত নারী সদস্য পদে(১৯)জন,সাধারণ সদস্য পদে(৬২)জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।