বাহুবল প্রতিনিধি” হবিগঞ্জের বাহুবল উপজেলায় উপজেলা প্রাণিসম্পদ বিভাগের উদ্যোগে বিজয় দিবসের সুবর্ণজয়ন্তী উপলক্ষে আধুনিক প্রযুক্তিতে গরু হৃষ্টপুষ্টকরণ প্রকল্পের আওতায় উপকরণ (ভিটামিন -মিনারেল প্রিমিক্স, কৃমিনাশক ও হেলথ কার্ড) বিতরণ করা হয়েছে।
১৫ ডিসেম্বর দুপুরে আনুষ্ঠানিক ভাবে উপজেলা
প্রানীসম্পদ কার্যালয়ের সামনে এ সামগ্রী বিতরণ করা হয়।
এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মহুয়া শারমিন ফাতেমা, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ ভাস্কর তালুকদার, উপজেলা মৎস্য অফিসার মিসবাহ উদ্দিন আফজাল, প্রাণিসম্পদ সম্প্রসারণ অফিসার ডাঃ আলাউদ্দীন হিমেল, উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা ও অন্যান্য কর্মচারীবৃন্দ।