বাহুবল দীননাথ ইন্সটিটিউশন হাইস্কুল ও বাহুবল অনার্স কলেজের শিক্ষার্থীরা উক্ত অবরোধ কর্মসূচিতে অংশ নেয়।
দুপুর সাড়ে ১২ টায় বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ রকিবুল ইসলাম খান ও উপজেলা চেয়ারম্যান সৈয়দ খলিলুর রহমান অবরোধস্থলে গিয়ে তাদের দাবির প্রতি আশ্বস্ত করলে ছাত্ররা অবরোধ তুলে নেয়।
অবরোধকালে মহাসড়কের উভয় পার্শ্বে শতাধিক যানবাহন আটকা পড়লে দূরপাল্লার বাসের যাত্রীরা চরম ভোগান্তির শিকার হন। তবে অপ্রীতিকর কোন ঘটনার খবর জানা যায়নি।
বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ রকিবুল ইসলাম খান বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে স্থানীয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল হাই সহ সকলে নিয়ে অবরোধ তুলে দেই।