হবিগঞ্জের বাহুবল উপজেলার বাহুবল বাজার ও মিরপুর বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করে যত্রতত্র সিএনজি পার্কিং করায় ও লাইসেন্স ও রেজিস্ট্রেশন বিহীন অবস্থায় সিএনজি চালানোর দায়ে ৫ সিএনজি চালককে আড়াই হাজার টাকা জরিমানা করা হয়েছে। অপর দিকে মুল্য তালিকা না থাকায় এক ফল ব্যবসায়ীকে ৫শ’ টাকা জরিমানা করা হয়। ২২ নভেম্বর বিকেলে মোবাইল কোর্ট পরিচালিত হয়। দণ্ডাদেশগুলো প্রদান করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বাহুবল খৃষ্টফার হিমেল রিছিল।