বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধিঃ বাহুবল উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় সাম্প্রতিক চুরি- ডাকাতির ঘটনা নিয়ে ইউপি চেয়ারম্যানরগণ ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।
মঙ্গলবার (১৬ নভেম্বর) সকাল ১১টার উপজেলা অফিসার্স ক্লাবে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মহুয়া শারমিন ফাতেমার সভাপতিত্বে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা কমিটির সভায় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান সৈয়দ খলিলুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) খৃষ্টফার হিমেল রিছিল, বাহুবল উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ আব্দুল হাই, মডেল প্রেসক্লাব সভাপতি নুরুল ইসলাম নুর, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সোহেল আহমদ কুটি, বাহুবল কলেজের অধ্যক্ষ আব্দুর রব শাহীন, সাতকাপন ইউপি চেয়ারম্যান শাহ আব্দাল মিয়া তালুকদার, পুটিজুরী ইউপি চেয়ারম্যান সামছুদ্দিন তারা মিয়া, ভাদেশ্বর ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান বশির, মিরপুর ইউপি চেয়ারম্যান সাইফুদ্দিন লিয়াকত, ওসি (তদন্ত) মোঃ আলমগীর কবির, সদর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ডাঃ বেনু দেব, হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের সভাপতি নেহার দেব ও বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ।
সভায় গত শুক্রবার দিবাগত রাতে উপজেলার রাজাপুর গ্রামে দুবাই প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনা নিয়ে আলোচনা করা হয়।
এছাড়া শীতকালে মিরপুর, লামাতাসী ও ভাদেশ্বর ইউনিয়ন সহ বিভিন্ন এলাকায় চুরি ডাকাতির ঘটনা ঘটার সম্ভাবনা ও বাহুবল বাজারে যানজট নিরসনের বিষয়ে আলোচনা করা হয়।
উল্লেখ্য, গত শুক্রবার দিবাগত রাতে সদর ইউনিয়নের রাজাপুর গ্রামে দুবাই প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে।
এ ঘটনায় পুলিশ রবিবার দুপুরে রাজাপুর গ্রামের ফরিদ মিয়া নামে এক ব্যক্তিকে আটক করে এবং মঙ্গলবার সকাল ১০ টার দিকে রাজাপুর গ্রামের নাসির মিয়া নামে আরেকজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।