হবিগঞ্জের সদর উপজেলার জয়নগরে মাদ্রাসার ছাত্র কে দিয়ে মেসার্স কামরুল ওয়ার্কসপে কারেন্ট মেইন লাইনে মেরামতের কাজে ডেকে নিয়ে গেলে বিদ্যুৎয়ায়িত হয়ে নিহত হয়েছে ১৭ বছরের এক কিশোর হুমায়ুন আহমেদ( ১৭) সে জয়নগর গ্রামের মোঃ সাবু মিয়ার ছেলে।
শনিবার (১৩ ই নভেম্বর) ২১ ইং সকাল ১১ ঘঠিকায় জয়নগর বাজারে মোঃ শহীদ মিয়ার ওয়ার্কসপে ডেকে নেন শহীদ মিয়া। ১ঘন্টা পরে শহীদ মিয়া বাজারে লোক দের ডেকে যানান তার ঘরে বিদ্যুৎয়ায়িত হয়ে হুমায়ুন নিহত হয়েছে।
খবর পেয়ে হুমায়ুন এর আব্বা ঘটনা স্থলে এসে হুমায়ুন কে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ দেবাশীষ তাঁকে মৃত্যু ঘোষণা করেন।
স্থানীয় সুত্রে জানা যায় হুমায়ুন চানপুর হাফিয়া মাদ্রাসার ৮ম শ্রেণীর ছাত্র। শুক্রবার মাদ্রাসা বন্ধ থাকায় সে বাড়িতে এসে ছিল।
সকল ১১ ঘঠিকায় জয়নগর বাজারে এলে শহীদ মিয়া তাকে ডেকে নিয়ে যায় তার ওয়ার্কসপে। এর ঘন্ঠা খানেক পরে ই দুর্ঘটনার সংবাদ পায় হুমায়ুন আহমেদ এর আব্বা সাবু মিয়ার।
হবিগঞ্জ সদর থানা পুলিশ সুত্রে জানা যায় এমন সংবাদ হাসপাতালে থেকে চিকিৎসক জানালে ঘটনা স্থলে এস আই উৎব কর্মকার সুরত হাল রিপোর্ট তৈরি করে লাশ মর্গে পাঠান,