1. admin@notunkurisylhet.com : notun :
শনিবার, ২৭ জুলাই ২০২৪, ০৮:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বাহুবলে রাস্তার পাশ থেকে নবজাতক উদ্ধার যমুন গ্রুপের প্রতিষ্ঠা বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম ছিলেন একজন স্বপ্নদ্রষ্টা পোরশার নিতপুর সীমান্তে ভাসমান অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার বাহুবল উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তাজ উদ্দিনকে পুটিজুরী ইউ/পি চেয়ারম্যান এর বিদায় সংবর্ধনা বাহুবলে গলায় ফাঁস লাগিয়ে ৭২ বছর বয়সী বৃদ্ধর মৃত্যু। নওগাঁর মান্দায় পূর্ব বিরোধের জেরে যুবক খুন, গ্রেপ্তার ১ অবশেষে উন্মক্ত হলো কপিলমুনি ধান্য চত্বর নওগাঁর পত্নীতলায় এক গরু ব্যাবসায়ীর আত্মহত্যা র‌্যাব সদস্যরা দেশের যেকোন সংকটময় মূহুূর্তে জনগনের পাশে থেকে কাজ করে যাচ্ছে . র‌্যাব মহাপরিচালক নলছিটিতে দিনব্যাপি পিএফজি’র কর্মশালা

হবিগঞ্জে দ্বিতীয় ধাপে আজমিরীগঞ্জ উপজেলার সকল ইউনিয়ন পরিষদে ভোট গ্রহন শুরু হয়েছে।

আজমিরীগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১১ নভেম্বর, ২০২১
  • ১৬৭ বার পঠিত

বৃহস্পতিবার সকাল ৮ টা থেকে বিকেল ৪ টাকা পর্যন্ত চলবে এ ভোট গ্রহন ইতিমধ্যেই সকল প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন,

 

এ-র আগে গতকাল রাতে কেন্দ্র কেন্দ্র পৌছে নির্বাচনী ব্যাল্ট। মঙ্গলবার দিবাগত রাত ১২ পর থেকে বন্ধ হয়ে গেছে সকল নির্বাচনী পর্যালোচনা,

 

এদিকে সুষ্ঠুভাবে ভোটগ্রহণ নিয়ে স্থানীনদের মধ্যে রয়েছে জল্পনা কল্পনা “তাদের ধারণা, এবারের নির্বাচনে আজমিরীগঞ্জের ৫ টি ইউনিয়ন এ-র মধ্যে শিব পাশা ও কাকাইলছেও ইউনিয়নে সবাই চেয়ে বেশি উত্তাপ বিরাজ করছে।

 

প্রার্থী ও তাদের সমর্থকদের মাজে আক্রমণত্মক বক্তব্য শুষ্ক আরো বাড়িয়ে দিয়েছে। তবে শান্তিপূর্ণ নির্বাচনের স্বার্থে সবধরনের প্রস্তুতি নিয়েছে নির্বাচন কমিশন। গতকাল রাতেই কেন্দ্র কেন্দ্র মোতায়ন করা হয়েছে আনসার ও পুলিশ। নির্বাচনে ৮১৬ জন আনসার ৩১৫ জন পুলিশ ৫ প্লাটুন র‍্যাব ও ৫ প্লাটুন বিজিবি সদস্য দ্বায়িত্ব পালন করবে, এছারা প্রতি ইউনিয়ন এ ১ জন করে মোট ৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট সার্বক্ষণিক দ্বায়িত্ব পালন করবে,

 

উপজেলার ৫ টি ইউনিয়ন এ আওয়ামী লীগের দলীয় ও স্বতন্ত্র বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী ১৬ জন। এ-র মধ্যে সদর ইউনিয়ন এ ৩” বদলপুর ইউনিয়নএ ৩” জলসুখা ইউনিয়ন এ ৩” কাকালইছেও ইউনিয়ন এ ২” ও শিব পাশা ইউনিয়ন এ রয়েছে ৫ প্রার্থী। এছাড়াও  রয়েছে ইউনিয়ন এ-র  ৪৫ টিকে ওয়ার্ডের সাধারণ সদস্য মেম্বার প্রার্থী,, সাধারণ সদস্য মেম্বার প্রার্থী রয়েছে ১৭৪ জন ” সংরক্ষিত মহিলা সদস্য রয়েছে ৬০ জন ” উপজেলায় ভোটার সংখ্যা পুরুষ  মোট ৭৪ হাজার ৯ শত ১৯ ও মহিলা ভোটার ৩৭ হাজার ৭৫ জন।

 

আজমিরীগঞ্জ সদর ইউনিয়ন এ মোট ভোটার সংখ্যা ৭ হাজার ৩শত ১৫’ এ-র মধ্যে পুরুষ ৩ হাজার ৫ শত৩৫’এবং মহিলা ভোটার ৩ হাজার ৭শত ৮০’ বদলপুর ইউনিয়ন এ ১৬ হাজার ২শত৩৬’পুরুষ ৮ হাজার ২ শত ৪৬ মহিলা ৭হাজার ৯ শত ৯০’ জলসুখা মোট ১২ হাজার ৩৮’ পুরুষ ৬ হাজার ১ শত ৩৬’মহিলা ৫ হাজার ৯ শত ২’কাকাইলছেও মোট ২১হাজার ২শত ৬০ ‘পুরুষ ১০ হাজার ৭ শত ৮৮’ মহিলা ভোটার ১০ হাজার ৪শত ৭২’শিবপাশা ১৮ হাজার ১শত ৪৫’ পুরুষ ৯ হাজার ২শত ১৪’ মহিলা ৮ হাজার ৯ শত ৩১’ উল্লেখ উপজেলায় মোট কেন্দ্র ৪৫ টি রয়েছে।।

এটি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2024
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: FT It Hosting