1. admin@notunkurisylhet.com : notun :
মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ০৬:১২ অপরাহ্ন
শিরোনাম :
নওগাঁয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই পক্ষের সংঘর্ষ নৌপথে চাঁদাবাজীর প্রতিবাদে সুনামগঞ্জে প্রতিবাদ সভা নওগাঁর পত্নীতলাতে ঘুরে বেড়াচ্ছে লোকালয়ে দুটি বানর সীমান্তে ভারতের কয়লা খনিতে কাজে গিয়ে লাশ হয়ে ফিরলেন লোকমান ২২ সাংবাদিক রবিনূর মিয়া’র বাবার ৬ষ্ঠ তম মৃত্যু বার্ষিকী আাজ নওগাঁর আত্রাইয়ের সাপের রাজা, রাজা ভাই চোরাকারবারীদের গডফাদার সীমান্তের চিহিৃত চাঁদাবাজ যুবলীগ নেতা রফ মিয়াকে গ্রেফতার করে পুলিশ সাবেক এমপি শেখ সুজাত মিয়ার স্বদেশ আগমন উপলক্ষে পুটিজুরীতে পথসভা অনুষ্ঠিত নওগাঁর আত্রাইয়ের বিভিন্ন অঞ্চলের মাঠ গুলো সরিষার হলুদ ফুলে’র সাঁজে সেঁজেছে জলঢাকায় অনাথ আশ্রমে জেলা প্রশাসকের শীতবস্ত্র বিতরণ

গান চুরির অভিযোগে মোবাইল অপারেটর কোম্পানি বাংলালিংকের ৫ কর্মকর্তার বিরুদ্ধে আদালতে মামলা”

বিনোদ রিপোর্টার
  • প্রকাশের সময় : বুধবার, ১০ নভেম্বর, ২০২১
  • ২৪৩ বার পঠিত

অনুমতি ছাড়া গান ব্যবহারের অভিযোগে বেসরকারি মোবাইল অপারেটর কোম্পানি বাংলালিংকের প্রধান নির্বাহী কর্মকর্তা ইরিক এ্যাসসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা করেছেন নগর বাউল ব্যান্ড তারকা মাহফুজ আনাম জেমস এবং মাইলস ব্যান্ডের মানাম আহমেদ ও হামিন আহমেদ।

 

মামলার অপর চার আসামি হলেন-কোম্পানিটির প্রধান কম্পিলিয়েন্স কর্মকর্তা এম নুরুল  আলম, প্রধান ডিজিটাল কর্মকর্তা সঞ্জয় ভাগাশিয়া, প্রধান করপোরেট রেগুলেটরি কর্মকর্তা তাইমুর রহমান ও হেড অব ভ্যাস আনিক ধর।

 

কপিরাইট আইনে আজ বুধবার ঢাকা মহানগর দায়রা জজ আদালতে একই আসামিদের বিরুদ্ধে দু’টি মামলা করেন তারা। এক মামলার বাদী জেমস এবং অপরটির হামিন ও মানাম। তিনজনই আদালতে জবানবন্দি দেন।

 

ঢাকা মহানগর দায়রা জজ কেএম ইমরুল কায়েশ তাদের জবানবন্দি নিয়ে আসামিদের প্রতি সমন জারি করে আগামী ৩০ নভেম্বর তাদের আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন।

 

বাদী পক্ষে কপিরাইট আইনের এ মামলায় ঢাকা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান মামুন শুনানি করেন।

 

মানাম ও হামিন অভিযোগে বলেন, তাদের লেখা ও সুর করা ’নীলা’ ও ফিরিয়ে দাও’ গান দুইটি আসামিরা তাদের বাংলালিংক অনুমতি ছাড়াই ব্যবহার করে গ্রাহকদের কাছ থেকে কোটি কোটি টাকা আয় করে আসছে।

 

বাদীরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। অন্যদিকে জেমসও তার গাওয়া ’দুখিনি দুঃখ করোনা” জিকির “লুটপাট”সুম্মিতা”ও যার যার ধর্ম গান সম্পর্কেও একই ধরনের অভিযোগ করেন।

 

মামলার উদ্দেশ্যে বুধবার সকাল ১১টার দিকে জেমস ও  মান্নাম ও হামিন আদালতে যান।

এটি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2024
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: FT It Hosting