বাহুবল হবিগঞ্জ প্রতিনিধি।। হবিগঞ্জের বাহুবল উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত ” উপজেলা পর্যায়ে মহিলাদের আয়বর্ধক প্রশিক্ষণ (আইজিএ)” প্রকল্পের আওতায় ১০ম ব্যাচের প্রশিক্ষণার্থীদের সফল প্রশিক্ষণ শেষে তাদের মধ্যে প্রশিক্ষণ সনদ ও ভাতা বিতরণ করা হয়েছে। ১৯ অক্টোবর দুপুরে আনুষ্ঠানিক ভাবে সনদ ও ভাতার চেক বিতরণ করা হয়।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা পারভীন আক্তারের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক অধিদপ্তর হবিগঞ্জের উপপরিচালক মোঃ মাহবুবুল আলম। এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক সৈয়দ আব্দুল মান্নান,বাহুবল উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা হোসেন শাহ, বাহুবল তথ্যআপা কর্মকর্তা জয়া সাহা।
এ সময় উপস্থিত ছিলেন আইজিএ প্রকল্পের প্রশিক্ষক মৌসুমি সরকার তৃষ্ণা রাণী পাল। অনুষ্ঠান শেষে উপজেলা এবং বাহুবল প্রধান অতিথি জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক মোঃ মাহবুবুল আলম মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় ও তথ্য কেন্দ্রের তথ্য আপার অফিস পরিদর্শন করেন।