হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ডাকাতির প্রস্তুতি কালে দেশীয় অস্ত্রসহ সংঘবদ্ধ ডাকাত চক্রের ৫ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (১২ অক্টোবর) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে শায়েস্তাগঞ্জ থানার একদল পুলিশ উপজেলার ব্রাহ্মণডুরা ইউনিয়নের বিশাউড়া এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৫ ডাকাতকে আটক করেছে পুলিশ,এসময় তাদের সহযোগীরা পালিয়ে যায়। আটককৃতদের কাছ থেকে ২ টি চাইনিজ কুড়াল, ২ টিপ চাকু, ১ টি রামদা সহ ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
এ ঘটনায় এলিট সিকিউরিটি সার্ভিস শ্রীমঙ্গল জোনের ইনচার্জ আব্দুস সামাদ বাদী হয়ে ৭ জনের নাম উল্লেখ করে শায়েস্তাগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
আটককৃতরা হলো সিলেট জেলার জৈন্তা উপজেলার পানিছড়া গ্রামের লাল মিয়ার ছেলে রুহুল আমিন (২২), সিলেট মেট্রোপলিটনের পশ্চিম পীর মহল্লার আব্দুল হাফিজ মগলের ছেলে নিজামুর রহমান (৩৫), খাদিমনগর এলাকার নুর মিয়ার ছেলে আল আমিন (২১), একই এলাকার সুলতান মিয়ার ছেলে মিজান মিয়া (২০), সিলেট জেলার জালালাবাদ উপজেলার তাজ উদ্দিনের ছেলে ফুল মিয়া (২১)।
এবিষয়ে শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অজয় চন্দ্র দেব জানান, আটককৃতদের বিরুদ্ধে একাধিক ডাকাতির মামলা রয়েছে। পলাতক আসামীদের ধরতে অভিযান চলছে।