বাহুবল প্রতিনিধিঃ বাহুবলে অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হয়েছে,অভিযানকালে দুটি ড্রেজার মেশিন ও প্রায় পাঁচ হাজার ঘনফুট বালু জব্দ করা হয়েছে।
মঙ্গলবার বিকেলে বাহুবল উপজেলা উপজেলার ২নং পুটিজুরী ইউনিয়নের আব্দানারায়ণ গ্রামে সহকারী কমিশনার ভূমি খৃষ্টফার হিমেল রিছিল এর নেতৃত্বে মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হয়।তারা দলবদ্ধ ভাবে অবৈধভাবে ফসলী জমি থেকে বালু উত্তোলন কালে ব্যবহৃত দুটি ড্রেজার মেশিন ও প্রায় পাঁচ হাজার ঘনফুট বালু জব্দ করা হয়েছে।মঙ্গলবার ১২ অক্টোবর বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে এ পরিচালনা করা হয়।
এ সময় অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত আনুমানিক ২০০ ফুট পাইপ ধ্বংস করা হয়।পরে জব্দকৃত মেশিন ও বালু স্থানীয় ইউপি মেম্বারের জিম্মায় রাখা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, নামধারী কিছু ব্যক্তি বিভিন্ন দপ্তরের কর্তাবৃন্দের নাম ভাঙিয়ে সরকারী পুকুর, ফসলি জমি সহ পুটিজুরী এলাকার বিভিন্ন স্থান থেকে ক্ষমতার দাপট দেখিয়ে দীর্ঘদিন যাবত অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে ।
যার ফলে একদিকে বিনষ্ট হচ্ছে এলাকার কৃষি জমি, অন্যদিকে সরকার হারাচ্ছে লক্ষ লক্ষ টাকার রাজস্ব। মাঝে মধ্যে অভিযান পরিচালনা করা হলেও রাঘ বোয়ালরা রয়ে যায় ধরাছোঁয়ার বাইরে। ঐ এলাকার কিছু চিহ্নিত বালু ও মাটি খেকোরা সরকারী পুকুর সহ বিভিন্ন জায়গা বিশাল গর্ত করে অবাধে চালিয়ে যাচ্ছে অবৈধ বালু ও মাটি ব্যবসা। এ নিয়ে পুটিজুরী এলাকায় বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।