এলাকাবাসী সূত্রে জানা যায়, আশ্রয়ণ প্রকল্পের জনৈক ব্যক্তির স্ত্রী রান্না করা অবস্থায় তার মেয়ে (৮)কে চামচ আনতে পাঠান,ওই সুযোগে একই উপজেলার সম্ভপুর গ্রামের হাজী ময়নুল্লাহর পুত্র ছালম উল্লাহ (৫০) কৌশলে জনৈক ব্যক্তির ঘরে প্রবেশ করে কিশোরীকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালায়,এসময় কিশোরীর চিৎকারে পরিবারের লোকজন ও প্রতিবেশীরা এগিয়ে আসলে লম্পট ছালম উল্লাহ পালিয়ে যায়।
ঘটনার খবর পেয়ে বাহুবল উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা তালুকদার ও মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।ঘটনার সাথে জড়িত ছালম উল্লাহকে গ্রেফতার করতে থানা পুলিশের পক্ষ থেকে বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হয়েছে বলে জানায় বাহুবল মডেল থানা পুলিশ,
এব্যাপারে বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ রাকিবুল ইসলাম খানের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, কিশোরী ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে, ঘটনার সাথে জড়িত ব্যক্তিকে গ্রেফতারে পুলিশেন অভিযান অব্যাহত রয়েছে।