বাহুবল(হবিগঞ্জ)প্রতিনিধিঃহবিগঞ্জের বাহুবলে অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বালু ও তিনটি ড্রেজার মেশিন জব্দ,প্রায়(২৫০) ফুট পাইপ ধ্বংস করেছেন ভ্রাম্যমান আদালত ।
বৃহস্পতিবার ২৩ সেপ্টেম্বর সন্ধ্যায় উপজেলার হাসনাবাদ গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।
জানা যায়,বাহুবল উপজেলার হাসনাবাদ গ্রামের পূর্ব পাশে মসজিদ সংলগ্ন ছড়ার পাড়ে জমি গর্ত করে ইব্রাহিম মিয়া ও ছালেক মিয়ার নেতৃত্বে গত কয়েকদিন যাবত অবৈধভাবে বালু উত্তোলন হচ্ছিলো। এই অবৈধ বালু উত্তোলনের কারণে প্রতিবেশীদের ব্যাপক ক্ষয়ক্ষতির সম্ভাবনা বৃদ্ধমান।
স্থানীয়দের এমন অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার সন্ধ্যায় বাহুবল উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট স্নিগ্ধা তালুকদারের নেতৃত্বে হাসনাবাদ গ্রামে অভিযান পরিচালনা করা হয়।অভিযানকালে তিনটি ড্রেজার মেশিন ও বিপুল পরিমাণ বালু জব্দ করা হয়।
বালু উত্তোলনে ব্যবহৃত প্রায়(২৫০)ফুট পাইপ ধ্বংস করে দেয়া হয়।পরে জব্দকৃত বালু ও তিনটি ড্রেজার মেশিন স্থানীয় ওয়ার্ড মেম্বার নুরুল আমিনের জিম্মায় রেখে আসেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা তালুকদার।