হবিগঞ্জের মাধবপুরে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে গৃহবধূকে গণধর্ষণ করেছে লম্পট যুবক ও তার সহযোগি অন্যান্যরা।
এ ঘটনায় এক নারীসহ ৪ জনকে গ্রেফতার করেছে মাধবপুর থানা পুলিশ। বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর )২১ ইং দুপুরে ধর্ষিতানারী কে ডাক্তারী পরিক্ষার জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাস পাতালে প্ররন করা হয়।
গ্রেফতারকৃতরা হলো পূর্ব মাধবপুররের বাদশা পাঠান, জীবন মিয়া, কাটিহারা গ্রামের লাকী আক্তার ও পৌর শহরের আতিক মিয়া।
পুলিশ সূত্রে জানা যায়, মাধবপুরের বাঘাসুরা গ্রামের বিদেশফেরত এক নারীর সঙ্গে মাধবপুর সদরের আতিক মিয়া নামে এক ব্যক্তির প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গতকাল বুধবার দুপুরে ওই নারীকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে মাধবপুরে নিয়ে আসেন আতিক।
মাধবপুর পৌর শহরের কাটিহারা গ্রামে লাকী আক্তারের বাসায় উঠেন। পরে ওই নারীকে ধর্ষণ করেন কথিত প্রেমিক আতিক।
একপর্যায়ে বাসায় উপস্থিত থাকা বাদশা পাঠান ও জীবন মিয়া তাকে ধর্ষণ করে। ধর্ষিতা নারী বিষয়টি মাধবপুর থানা পুলিশ কে জানালে রাতেই বাড়ির মালিক লাকী আক্তারসহ ৪ জনকে গ্রেফতার করে।
এ ঘটনায় রাতেই ভিকটিম বাদী হয়ে থানায় মামলা করেন। মাধবপুর থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, এ ঘটনায় পুলিশ নারীসহ ৪ জনকে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার সকালে ভিকটিমকে উদ্ধার করে ডাক্তারি পরীক্ষার জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
গ্রেফতারকৃত দের আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানান মাধবপুর থানার ওসি।