রাজিবপুর উপজেলায় পারিবারিক কলহের জের ধরে শ্যালকের টিউবওয়েলের হাতল এর আঘাতে দুলাভাই শাহজামাল (৩৫) এর মৃত্যু হয়েছে। এ নিয়ে দুই পরিবারে চলছে শোকের মাতম।
নিহত শাহজামাল রাজিবপুর সদর ইউনিয়নের দক্ষিণ মদনেরচর গ্রাের মৃত শহিদ আলীর ছেলে। পার্শ্ববর্তী মুন্সিপাড়া গ্রামের ছমের আলীর মেয়ে শরিফার সাথে প্রায় ১০ বছর আগে বিয়ে হয়। তাদের ঘরে ২টি পুত্র সন্তান রয়েছে।
স্থানীয় সূত্র ও নিহতের চাচা আকবর আলী জানান, “শাহজাহান ও তার স্ত্রীর গরু বিক্রি করা টাকায় একটি পাওয়ারটিলার ক্রয় করে। সেটি দিয়ে অন্যের জমি চাষ করে চলে ওই দম্পতির ভরণপোষণ। শাহজামাল ঋণ পরিশোধের জন্য আয়-রোজগারের সেই পাওযাটিলার বিক্রি করতে চায়। এজন্য সোমবার স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়।
মঙ্গলবার বিকেলে শাহজামাল পাওয়ারটিলার বিক্রির জন্য বাড়ী থেকে বের করে নিয়ে যাচ্ছিল। এসময় স্ত্রী শরিফা তার ভাই শহিদুলকে ফোনে বিষটি জানায়। বোনের নিকট খবর পেয়ে শহিদুল ছুঁটে গিয়ে টিউবওয়েলের হাতল দিয়ে পিছন থেকে আকস্মিকভাবে শাহজামালের ঘারে ও মাথায় আঘাত করে। সাথে সাথেই মাটিতে লুটিয়ে পরে শাহজামাল।
স্থানীয়তা তাকে উদ্ধার করে রাজিবপুর হাসপাতালে নিয়ে গেলে সাময়িক চিকিতসা দিয়ে ময়মনসিহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন কর্তব্যরত ডাক্তার। ময়মনসিহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিতসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত শাহজামালের লাশ ভোর বেলা রাজিবপুর হাসপাতালে আনার পর রাজিবপুর থানা পুলিশ খবর পেয়ে মরদেহ ময়না তদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে প্রেরণ করেন এবং হাসপাতাল থেকেই স্ত্রী শরিফাকে আটক করে। অপরদিকে শহিদুল পলাতক রয়েছে।
এ বিষয়ে রাজিবপুর থানার অফিসার ইনচার্জ মোজাহারুল ইসলাম জানান, “লাশ এনে ময়না তদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিবার থেকে মামলা দায়েরে প্রক্রিয়া চলছে। এ ঘটনায় নিহতের স্ত্রীকে আটক করা হয়েছে।।