হবিগঞ্জের বাহুবল মডেল থানায় নবাগত ওসি রকিবুল ইসলাম খান যোগদানের পরই পুলিশের কর্ম তৎপরতা বেড়েছে। তিনি যোগদানের পর চৌকস দক্ষ পুলিশ বাহিনী নিয়ে একটি টিম গঠন করে সারা উপজেলায় চিরুনি অভিযান পরিচালিত হচ্ছে। আত্মগোপনে থাকা বিভিন্ন অপরাধী প্রতিদিনই হাতে ধরা পড়ছে।
১৫ সেপ্টেম্বর টিম বাহুবল মডেল থানা কর্তৃক অভিযান পরিচালনা করিয়া ২০১৩ ও ২০১৪ সালের ডাকাতি মামলার পরোয়ানাভুক্ত পলাতক আসামী আব্দাল মিয়া (৩৫) সাং ভেড়াখালকে গ্রেফতার করা হয়। ওসি রকিবুল ইসলাম খান জানান পুলিশের এ অভিযান অব্যাহত থাকবে এবং অপরাধীরা অধরা থাকবেন না। তিনি এ সকল অভিযানে এলাকাবাসীর সহযোগিতা চান।