শ্রীমঙ্গলে মসজিদে ঢুকে ইমামকে মেরে ফেলার হুমকি ও মসজিদ কমিটির সভাপতিকে অকথ্য ভাষায় গালাগাল সবশেষ ভৈরবথলীতে বিসর্জিত স্বরসতী মুর্তির একটি হাত ভেঙ্গে দেওয়া এক মাদকাসক্ত যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।
ঘটনাটি ঘটে শনিবার (৪ সেপ্টেম্বর) সকালে। সকালে উত্তরসুর শাহাজীবাজার দক্ষিণ উত্তসুর জামে মসজিদে।
মসজিদের ইমাম মোর্শেদ কামাল জালালী জানান, তিনি ফজরের নামাজের জন্য মসজিদে আসার সময় এই এলাকার মাদকাসক্ত যুবক শফিউদ্দিন সুমন তার পথ রোধ করে তাকে গালমন্দ করতে থাকে। ইমাম ভয় পেয়ে দ্রুত মসজিদের ভেতর ঢুকে পড়েন। এসময় ইমামের পিছু নিয়ে মাদকাসক্ত সুমন সর্টপেন্ট পড়া অবস্থায় মসজিদের ভেতর ঢুকে ইমামের কাছে থাকা মোবাইল ফোন চায়, তিনি মোবাইল ফোন দিতে অপরাগতা প্রকাশ করলে সে ইমামকে উপস্থিত মুসল্লিদের সামনে অকথ্য ভাষায় গালিগালাজ করে এমনকি ইমামকে হত্যার হুমকি দিয়ে মসজিদ থেকে বেরিয়ে যায়। নামাজ শেষে মসজিদ কমিটির সভাপতি হাজী মো. জসিম উদ্দিন মসজিদ থেকে বের হলে তাকেও অকথ্য ভাষায় গালমন্দ করে মাদকাসক্ত সুমন। পরে সেখান থেকে গিয়ে ভৈরবথলীতে থাকা বিসর্জন দেওয়া একটি স্বরসতী মুর্তির একটি হাত ভেঙ্গে ফেলে সুমন।
এ ঘটনার খবর পেয়ে সদর ইউনিয়ন চেয়ারম্যান ভানুলাল রায় ও স্থানীয় ইউপি সদস্য মো, দুদু মিয়া ঘটনাস্থলে আসেন। পরে এলাকাবাসীর সহযোগিতায় মাদকাসক্ত সুমনকে আটক করা হয়।
ইউপি সদস্য দুদু মিয়া শ্রীমঙ্গল থানায় খবর দিলে শ্রীমঙ্গল থানার এসআই আসাদুজ্জামান এসে মাদকাসক্ত শফিউদ্দিন সুমনকে শ্রীমঙ্গল থানায় নিয়ে যান। এসআই আসাদুজ্জান জানান, উর্ধতন কর্মকর্তাদের সঙ্গে আলাপ করে সুমনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।