হবিগঞ্জ সদর উপজেলার সামনে শহরের পোদ্দার বাড়ি পেট্রোল পাম্প এলাকা থেকে জাহির মিয়া (৪০) নামের এক মাদক বিক্রেতাকে আটক করেছে ডিবি পুলিশ।
এ সময় তার কাছ থেকে ৪০ পিস যৌন উত্তেজক ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
শুক্রবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে ডিবির ওসি আল আমিন নেতৃত্বে ডিবির এসআই রফিকুল ইসলাম ও আজহারুল ইসলামেসহ একদল পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে জাহিরকে আটক করে।
তখন তার শার্টের পকেট থেকে ৪০ পিছ ইয়াবা উদ্ধার করা হয়।
হবিগঞ্জের পশ্চিম ভাদৈ গ্রামের মৃত ছাবু মিয়ার ছেলে মোঃ জাহির মিয়া (৪০) কে গ্রেফতার করে ডিবি পুলিশ।
গ্রেফতার এর বিষয় টি নিশ্চিত করেন হবিগঞ্জ জেলা ডিবি ওসি আল আমীন তিনি জানান এ ঘটনায় পুলিশ বাদি হয়ে মাদক আইনে মামলা রুজু করে মাদক ব্যবসায়ী কে আদালতে প্রেরণ করা হবে বলে জানান।