স্টাফ রিপোর্টার: বগুড়ার নন্দীগ্রামে পুত্রবধূকে শ্লীলতাহানিচেষ্টার অভিযোগে শ্বশুরকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার অভিযান চালিয়ে অভিযুক্ত শ্বশুরকে গ্রেপ্তার করে আদালতে পাঠায় পুলিশ। এ ঘটনায় শনিবার দিবাগত রাতে পুত্রবধূ বাদী হয়ে থানায় মামলা করেন।
গ্রেপ্তার মোজাহার আলী প্রামাণিক (৬৫) উপজেলার বুড়ইল ইউনিয়নের বাসিন্দা। মামলার এজাহারে উল্লেখ করা হয়, বিয়ের পর থেকেই শ্বশুর শ্লীলতাহানির চেষ্টা করে আসছেন। নিষেধ করলেও তিনি সংশোধন হননি।
সম্প্রতি পুত্রবধূকে শারীরিক সম্পর্কের প্রস্তাব দেন শ্বশুর।
নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ার হোসেন জানান, মামলার আসামিকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।