নিজস্ব প্রতিনিধি: দেশের সর্ববৃহৎ পাইকারি কাপড়ের বাজার নরসিংদীর শেখেরচর-বাবুরহাটে স্মরণকালের সবচেয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।আগুনে বাজারের ছোট বড় ৮০টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় শত কোটি টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন ব্যবসায়ীরা।
রোববার রাত ১১টা ৩০ মিনিটের দিকে নরসিংদী সদর উপজেলার শেখেরচর বাজারের উত্তর পশ্চিম পাশে ব্রহ্মপুত্র নদের তীরবর্তী প্রধান গলিতে এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও দোকান মালিকরা জানান, রাত ১১টার দিকে একটি সাটিং শুটিংয়ের দোকানের ভেতর আগুন জ্বলতে দেখে তারা তাৎক্ষণিক ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে ১০ মিনিটের মধ্যে মাধবদী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট উপস্থিত হয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। পুড়ে যাওয়া দোকানগুলোর অধিকাংশই থ্রিপিস ও থান কাপড়ের হওয়ার সুবাদে আগুন দ্রুত চারপাশের শতাধিক দোকানে ছড়িয়ে পড়ে।
পরে পলাশ, নরসিংদী, বেলাব, রায়পুরা, মনোহরদী ও আড়াইহাজারসহ ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিটের দমকল কর্মীরা একযোগে কাজ শুরু করে। ততক্ষণে প্রায় ৮০টি দোকানের মালামাল পুড়ে ছাই হয়ে যায়।