1. admin@notunkurisylhet.com : notun :
শনিবার, ২৭ জুলাই ২০২৪, ০৮:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
বাহুবলে রাস্তার পাশ থেকে নবজাতক উদ্ধার যমুন গ্রুপের প্রতিষ্ঠা বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম ছিলেন একজন স্বপ্নদ্রষ্টা পোরশার নিতপুর সীমান্তে ভাসমান অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার বাহুবল উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তাজ উদ্দিনকে পুটিজুরী ইউ/পি চেয়ারম্যান এর বিদায় সংবর্ধনা বাহুবলে গলায় ফাঁস লাগিয়ে ৭২ বছর বয়সী বৃদ্ধর মৃত্যু। নওগাঁর মান্দায় পূর্ব বিরোধের জেরে যুবক খুন, গ্রেপ্তার ১ অবশেষে উন্মক্ত হলো কপিলমুনি ধান্য চত্বর নওগাঁর পত্নীতলায় এক গরু ব্যাবসায়ীর আত্মহত্যা র‌্যাব সদস্যরা দেশের যেকোন সংকটময় মূহুূর্তে জনগনের পাশে থেকে কাজ করে যাচ্ছে . র‌্যাব মহাপরিচালক নলছিটিতে দিনব্যাপি পিএফজি’র কর্মশালা

বানিয়াচুংয়ের পুকড়ায় দু”পক্ষের সংঘর্ষে নিহত- ১ গুরুতর আহত ১০

মীর দুলাল হবিগঞ্জ থেকে
  • প্রকাশের সময় : শনিবার, ২৮ আগস্ট, ২০২১
  • ১৫৯ বার পঠিত

মীর দুলাল হবিগঞ্জ থেকেঃ হবিগঞ্জের বানিয়াচুং উপজেলার পুকড়া গ্রামের সমবায় সমিতির টাকার হিসাব  নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটে, দু” পক্ষের সংঘর্ষে  ইউনুস মিয়া (২২)নামে এক যুবক নিহত হয়। গুরুতর আহত  হয় ১০ জন।

 

 

স্থানীয় সুত্রে জানা যায় উপজেলার পুকড়া গ্রামের সম বায় সমিতির টাকা নিয়ে একই এলাকার হাবিব ও মন্নর আলী গং ও মাজত আলীর মাঝে বিরোধ চলে আসছিল তারই জেরধরে শুক্রবার দুপুরে মন্নর ও হাবিরের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে , মাজত আলীর বাড়িতে হামলা চালায়।

 

এ সময় মাজত আলীর পুত্র ইউনুস মিয়া ঘরের বাহিরে আসিলে প্রতিপক্ষের লোকজন ট্রেটা দিয়ে বুকে আঘাত করিলে ঘটনাস্থলেই ঐ যুবক নিহত হয়,

 

নিহত ইউনুস আলীর পিতা মাজত আলীসহ পরিবারের লোকজন এগিয়ে আসিলে নিহতের বাবা, মা, বৃদ্ধ দাদী ও ছোট ভাইয়ের উপর হামলা চালিয়ে গুরুতর  ভাবে যখম করে।

 

স্থানীয় লোক দের মাধ্যমে খবর পেয়ে বানিয়াচং থানা পুলিশের একদল  ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

 

পুলিশ  নিহতের মরদেহ উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে মর্গে প্রেরণ করে।আহতদের চিকিৎসা দেওয়া জন্য  উদ্ধার করে  সদর হাসপাতালে ভর্তি করানো হলেও, নিহত ইউনুসের মায়ের অবস্থা অবনতি হলে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়, বাকিদের হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।

 

আহতরা হলেন নিহতের পিতা মাজত আলী(৫৫),মাতা মিনারা বেগম.(৪৫), ছোট ভাই ইমন মিয়া (১৫),ছোটবোন শেলী আক্তার (১৩), নিহতের দাদী (৮০),মোস্তাফা মিয়া (৩২),সহ তোফাজ্জল হোসেন(৩০)।

 

ঘটনার পরপরই হবিগঞ্জের পুলিশ সুপার এস এম মুরাদ আলী ঘটনাস্হল পরিদর্শন করেন।

 

তিনি অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনা হবে, এবং বানিয়াচং থানা পুলিশ কে নির্দেশ প্রদান করেন দ্রুত আসামিদের গ্রেফতার করার জন্য।

 

 

এটি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2024
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: FT It Hosting