মীর দুলাল হবিগঞ্জ থেকেঃ হবিগঞ্জের মাধবপুরে ৪ কেজি গাঁজাসহ দুই মাদক পাচারকারীকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্র জানাযায় শুক্রবার (২৭ আগস্ট)ইং ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর গোলাম মোস্তফার নেতৃত্বে শাহজাহানপুর ইউনিয়নের পরমানন্দপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সামনে অভিযান চালিয়ে ৪ কেজি ভারতীয় গাঁজাসহ দুই মাদক পাচারকারীকে গ্রেফতার করে, গ্রেফতার কৃত মাদক পাচারকারীরা হলেন- মাধবপুর উপজেলা বুল্লা ইউনিয়নের বানেশ্বর গ্রামের মৃত আ. হাসিমের পুত্র মো. কাসেম মিয়া (৩৫) ও একই উপজেলার শাহজাহানপুর ইউনিয়নে নাজিরপুর গ্রামের আবু সাইদ এর পুত্র মো. এনাম মিয়া (২৫)।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রাজ্জাক সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণে আইনে মামলা হয়েছে।