মীর দুলাল হবিগঞ্জ থেকেঃ হবিগঞ্জের মাধবপুর থানার কাশিমনগর পুলিশ ফাঁড়ি এলাকাধীন চৌমুহনী ইউনিয়নের জামালপুর সাকিনস্থ জনৈক ছোট্ট মিয়ার বাড়ির পাশে পাকা রাস্তার উপর হইতে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে কাশিমনগর পুলিশ ফাড়ি ইনচার্জ উত্তম কুমার দাস এর নিদর্শনায় এ এস আই গোলাম মোস্তফা ও এক দল পুলিশ অভিযান পরিচালনা করে ১০ কেজি গাঁজা উদ্ধার ও মাদক ব্যবসায়ী সহ একটি সিএনজি কে আটক করেন।
মঙ্গবার -(২৪ আগষ্ট)২১ইং রাত্রি ২১.৩৫ ঘটিকায় মাদক উদ্ধার অভিযান পরিচালনা কালে মাদকদ্রব্য ১০(কেজি) গাঁজা উদ্ধারসহ মাধবপুর উপজেলার -বিষ্ণুপুর,গ্রামের মোঃ রমিজ উদ্দিনের ছেলে ফারুক মিয়া (৪৫) কে ১০ কেজি গাজা ও গাঁজা পাচারের কাজে ব্যবহারকৃত একটি সিএনজি সহ আটজ করেন, মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে নিয়মিত মাদক আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন।
মাদক ব্যবসায়ী কে আটকের বিষয় টি নিশ্চিত করেন, কাশিমনগর পুলিশ ফাড়ি এ এস আই গোলাম মোস্তফা, তিনি জানান চুরি ডাকাতি জুয়া মাদক এর বিরুদ্ধে পুলিশের অভিযান প্রতি দিন অব্যাহত রয়েছে।