মীর দুলাল হবিগঞ্জ থেকেঃ সিলেট হবিগঞ্জেসহ সারাদেশে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে পবিত্র আশুরা,
সরজমিনে দেখা যায় করোনাকালীন সময়ে সরকারের বিধি নিষেধের কারণে সামাজিক দূরত্ব বজায় রাখার স্বার্থে বৃহৎ পরিসরে এবার তাজিয়া মিছিল করা হয়নি।
শুক্রবার (২০ আগস্ট)২১ইং বিকাল ৪ ঘঠিকার পর থেকে মানুষজন একত্রিত হতে শুরু করেন, ইয়া হাসান, ইয়া হোসেন’ ধ্বনিতে মর্সিয়া করে ত্যাগের মহিমায় পালন করেছেন মহররম।
তবে বিভিন্ন এলাকা ভিত্তিক সীমিত পরিসরে তাজিয়া মিছিল বের হতে দেখা যায়, এ সময় আশুরার তাজিয়া মিছিলে শামিল হলেন সুলতানসী, সায়েস্তানগর বহুলা মোকাম বাড়ি এরালিয়া মহন পুর কামড়াপুর নাতিরপুর নছরতপুরসহ হবিগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় নিজ নিজ স্থানে অংশগ্রহনকারীদের কারবালার বিয়োগান্তক ঘটনার স্মরণে মর্সিয়া করতে দেখা গেছে ।
উল্লেখ্য হিজরী ৬১ সালের মহররম মাসের ১০ তারিখ সত্য ও ন্যায় প্রতিষ্ঠায় ইয়াজিদ বাহিনীর হাতে কারবালা প্রান্তরে নির্মমভাবে নিহত হন হযরত মুহাম্মদ (সঃ)-এর দৌহিত্র ইমাম হোসেন (রাঃ)। ইসলামের সুমহান আদর্শকে সমুন্নত রাখতে এই আত্মত্যাগের ইতিহাস নানা ধর্মীয় পর্ব পালনের মধ্য দিয়ে এখনো সারাদেশে ইতিহাস হয়ে স্মরনীয় আছে