মীর দুলাল হবিগঞ্জ থেকেঃ হবিগঞ্জের চুনারুঘাট থেকে পরিত্যাক্ত অবস্থায় সাড়ে ২৩ কেজি গাঁজা উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)৯ সিপিসি- ১ হবিগঞ্জ।
মঙ্গলবার (১৭ আগস্ট)২১ ইং সন্ধ্যা সাতটার ঘঠিকায় লে. কমান্ডার মোহাম্মদ নাহিদ হাসান এবং সিনিয়র এএসপি এ.কে.এম কামরুজ্জামানের নেতৃত্বে র্যাব-৯ সিপিসি ১ হবিগঞ্জ ক্যাম্পের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার উবাহাটা শিমুলতলা এলাকা থেকে এই গাঁজা উদ্ধার করেন। তবে গাঁজা উদ্ধারে কাউকেই গ্রেফতার করতে সম্ভব হয় নাই।
উদ্ধারকৃত আলামত চুনারুঘাট থানায় জিডিমূলে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র্যাব-৯ এর মিডিয়া অফিসার মেজর মাহফুজুর রহমান।