বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি:দিনাজপুরের বিরামপুরে উপজেলার নির্মাণাধীন মডেল মসজিদ ও বিরামপুর পৌরসভা পরিদর্শন করেছেন দিনাজপুর জেলার নবাগত জেলা প্রশাসক শাকিল আহমেদ।
আজ মঙ্গলবার (১১এপ্রিল) বেলা ১২টায় নবাগত জেলা প্রশাসক শাকিল আহমেদ বিরামপুর উপজেলায় আগমন করেন। এসময় তাকে ফুল দিয়ে স্বাগত জানায় উপজেলা চেয়ারম্যান, পৌর মেয়র ও উপজেলা নির্বাহী অফিসার। পরে তিনি উপজেলার নির্মাণাধীন মডেল মসজিসের কাজ পরিদর্শন করেন এবং কাজের অগ্রতির বিষয়ে খোজ খবর নেন। পরে তিনি বিরামপুর পৌরসভা পরিদর্শনে যান। এসময় তিনি পৌরসভার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে কুশল বিনিময় করেন এবং তাদের বিভিন্ন দপ্তরের খোজখবর নেন। বিরামপুর পৌরসভা পরিদর্শন শেষে নবাগত জেলা প্রশাসক শাকিল আহমেদ সন্তোষ প্রকাশ করেন এবং পৌরসভায় সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন করেন।
এসময় উপজেলা চেয়ারম্যান খায়রুল আলম রাজু, পৌর মেয়র অধ্যক্ষ আককাস আলী, উপজেলা নির্বাহী অফিসার পরিমল কুমার সরকার, প্যানেল-১ মেয়র আব্দুল আজাদ মন্ডল (বকুল), সহকারী পুলিশ সুপার (শিক্ষানুবিশ) গোলাম মোর্শেদ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত, পৌরসভার নির্বাহী প্রকৌশলী আবুল কালাম আজাদ, যুবউন্নয়ন কর্মকর্তা জামিল উদ্দিন মন্ডল, একাডেমিক সুপারভাইজার আব্দুস সালাম, উপজেলা কৃষি কর্মকর্তা ফিরোজ আহম্মেদ, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা বিপুল কুমার চক্রবর্তী, পৌরনির্বাহী কর্মকর্তা সেরাফুল ইসলাম সহ অনেকে উপস্থিত ছিলেন।
এর আগে জেলা প্রশাসক শাকিল আহমেদ বিরামপুরের কৃতি সন্তান জ্বালানী ও খনিজ সম্পদ বিভাগের অতিরিক্ত সচিব (উন্নয়ন) হুমায়ুন কবিরের মায়ের সঙে সৌজন্য সাক্ষাত করেন এবং তার শারীরিক খোজ খবর নেন।
এসময় জনপ্রতিনিধি, উপজেলার বিভিন্ন দপ্তরে কর্মকর্তা, স্থানীয় সাংবাদিকসহ অনেকে উপস্থিত ছিলেন।