মীর দুলাল হবিগঞ্জ থেকেঃ হবিগঞ্জের ট্রাফিক চেকপোস্টে মাদক পাচারের সময় মাদকসহ এক যুবক কে আটক করেছে ট্রাফিক সাজেন্ট সাজিদ।
রবিবার (১৫ ই আগষ্ট) দুপুরে হবিগঞ্জ শহরের দুই নং পুল এলাকায় চেকপোস্টের দায়িত্বে ছিলেন ট্রাফিক সাজেন্ট সাজিদ।
চুনারুঘাট থেকে হবিগঞ্জের দুই নং পুল এলাকায় ট্রাফিক চেকপোস্টের দায়িত্ব পালনে ছিলেন ট্রাফিক সাজেন্ট সাজিদ,একটি মোটর সাইকেল আরোহী কে থামানোর জন্য সিগনাল দিলে মোটর সাইকেলে থাকা অপর আরোহী দৌড়ে পালিয়ে যায়, সাইকেলের আরোহী আলমগীর কে ঝাপ্টে ধরে ট্রাফিক সাজেন্ট
তার শরীরে তল্লাশি করে ১ কেজি ৯০০ গ্রাম গাঁজা পাওয়া যায়, পরে তিনি হবিগঞ্জ সদর থানায় পুলিশ কে খবর দিলে পুলিশ সুপার এসএম মুরাদ আলী পিপিএম বিপিএম সেবা এর সার্বিক দিক নির্দেশনায়,অফিসার ইনচার্জ মোঃ মাসুক আলীর নেতৃত্বে এস,আই মোঃ নাজমুল কর্নমনি,অমূত মিজান সহ এক দল পুলিশ এসে মটরসাইকেলসহ মাদক পাচার কারী কে থানায় নিয়ে যান।
আটককৃত মাদক ব্যবসায়ী চুনারুঘাট উপজেলার দেওয়াগাছ ইউনিয়নের বাঘারুক গ্রামের বাসিন্দা আজিদ মিয়ার ছেলে মোঃ আলমগীর, (৩৫), হবিগঞ্জ সদর থানার এস আই কর্নমনি জানান গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী কে আগামীকাল সোমবার মাদক আইনে মামলা রুজু করে আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হবে!