বিরামপুর প্রতিনিধি: দিনাজপুরের বিরামপুরে মাহে রমজানের শিক্ষা ও তাৎপর্য শীর্যক আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মেসবাউল ইসলাম মন্ডল।
আজ মঙ্গলবার (৪ এপ্রিল) আদর্শ হাইস্কুলের সভাকক্ষে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মুহাদ্দিস ডক্টর এনামুল হকের সভাপতিত্বে এই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
ইফতার অনুষ্ঠানে দেশ ও জাতির জন্য মোনাজাত করা হয়। এসময় মোনাজাত পরিচালনা করেন পাউশগাড়া ফাযিল মাদরাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা তাজুল ইসলাম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার আব্দুস সালাম, আল মারুফ ট্রাস্টের চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম, আদর্শ বিএম কলেজের সভাপতি মাওলানা আশরাফুল ইসলাম, পাউশগাড়া ফাযিল মাদরাসার অধ্যক্ষ মামুনুর রশিদ, দিনাজপুর জজ কোটের এ্যাডভোকেট শাহীনুর ইসলাম শাহীন, বিরামপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরমান হোসেন, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোকছেদ আলী চৌধুরী সহ অনেকে।