মীর দুলাল হবিগঞ্জ থেকেঃ হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে পুলিশের অভিযানে মোটরসাইকেল সহ দুই চুর কে গ্রেফতার করেছেন পুলিশ। শুক্রবার ( ১৩আগষ্ট) দুপুর ১১ ঘটিকায় নছরতপুর রেললাইন রেল ক্রসিং থেকে মোটর সাইকেল সহ দুই যুবক কে আটক করেছেন।
শায়েস্তাগঞ্জ থানার অফিসার ইনচার্জ অজয় চন্দ্র দেব, এর নেতৃত্বে এসআই সনজীত চন্দ্র নাথ সঙ্গীয় ফোর্স সহকারে শায়েস্তাগঞ্জ নসরতপুর রেল ক্রসিং এলাকায় চেকপোস্ট স্থাপন করে উল্লেখ্য যুবক দের গ্রেফতার করেন।
আটক মোটর সাইকেল চুরেরা হলঃ হবিগঞ্জ পৌর এলাকার অনন্তপুর গ্রামের ইয়াছিন উল্লাহ ছেলে মোঃ লাদেন মিয়া (২১),ও হবিগঞ্জ পৌর এলাকার উমেদনগর গ্রামের নুরুল ইসলাম এর ছেলে মোঃ রহিম মিয়া (২০), কে চোরাইকৃত মোটরসাইকেলের বিষয়ে হবিগঞ্জ সদর থানায় অভিযোগ থাকায় আটক তালিকা মূলে আসামী ও উদ্ধারকৃত আলামত মোটরসাইকেল হবিগঞ্জ সদর থানায় বিধি মোতাবেক প্রেরণ করা হইয়াছে।
এই বিষয়ের সত্যতা নিশ্চিত করেন শায়েস্তাগঞ্জ থানার ওসি তদন্ত মোরশেদ কামাল জানান চুরি ডাকাতি জুয়া মাদক ব্যবসায়ী দের গ্রেফতারে পুলিশের অভিযান প্রতি দিন অব্যাহত রয়েছে।