মীর দুলাল হবিগঞ্জ থেকেঃ হবিগঞ্জের বানিয়াচংয়ে পুলিশ নারী কল্যান সমিতি (পুনাক)এর সভানেত্রী মিসেস তাহেরা রহমান এর সভাপ্রতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (১২আগষ্ট) দুপুর সারে ১২ টায় বানিয়াচং রাজবাড়িতে পুলিশ নারী কল্যাণ সমিতির সাধারণ সভায় পুলিশ পরিবারের সদস্যদের কল্যানে সংগঠন কে আর ও শক্তিশালী করে তুলতে হবে বলে জানা যায়।
উক্ত অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসনের) সহধর্মিণী, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল, অতিরিক্ত পুলিশ সুপার বানিয়াচং সার্কেলের ও সহকারী পুলিশ সুপার মাধবপুর সার্কেলের সহধর্মিণীগন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
এছাড়া বানিয়াচং থানার অফিসার ইনচার্জ এর সহধর্মিণী বানিয়াচং ও আজমিরিগঞ্জ থানার অফিসারদের সহধর্মিণী সকল নারী পুলিশ সদস্যরা অংশ গ্রহন করেন। এ সময় পুনাক সভানেত্রী পুলিশ সদস্যে পরিবারের কল্যাণ ও পরিকল্পনা নিয়ে বক্তব্য প্রদান করেন এবং সবার সাথে কোশল বিনিময় করেন।