বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বিরামপুরে সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান আর্দশ হাই স্কুলের এসএসসি,এসএসসি ভোকেশনাল ও নবাগতদের বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার সাড়ে ১১টার দিকে বিদ্যালয় প্রাঙ্গনে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি এনামুল মুজাদ্দিস এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সমশের আলী মন্ডল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আল মারুফ ট্রাস্টের চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম, একাডেমিক সুপারভাইজার আব্দুস সালাম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভারপ্রাপ্ত মোকছেদ আলী প্রমুখ।
এর আগে নবাগতদের ফুল দিয়ে বরণ করা হয়। অনুষ্ঠানটির সঞ্চালনা করেন বিদ্যালয়ের সহকারি শিক্ষক আস-সাদিক।
আলোচনা সভাশেষে পরীক্ষার্থীসহ সকলের জন্য দোয়া করা হয়। এসময় দোয়া পরিচালনা করেন আল-মারুফ ট্রাস্টের চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম।
জানতে চাইলে, বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভারপ্রাপ্ত মোকছেদ আলী জানান, প্রতি বছরের ন্যায় এবছরও অত্র বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে ১২০ জন এবং ভোকেশনাল শাখায় ৪৪ জনসহ মোট ১৬৪ জন শিক্ষার্থী ২০২৩ সালের পরীক্ষায় অংশ গ্রহণ করবে।
এসময় ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, আয়োজকবৃন্দ, অভিভাবক, শিক্ষক, শিক্ষার্থী, স্থানীয় সাংবাদিকসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।