মীর দুলাল হবিগঞ্জ থেকেঃ হবিগঞ্জের চুনারুঘাট থেকে ১ হাজার চার শত পিছ ইয়াবাসহ ফারুক মিয়া (৫০) নামে ১ মাদক সম্রাট কে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
রোববার (০৮আগস্ট) বিকাল ৩.৪৫ মিনিটে লেপ্ট্যাণ্ট. কর্ণেল আবু মুসা মো. শরীফুল ইসলাম, পিএসসি, এএসসি মেজর মাহফুজুর রহমান এবং এএসপি সোমেন মজুমদারের নেতৃত্বে র্যাব-৯ সিলেটের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার গোবরখলা গ্রাম থেকে তাকে আটক করেন।
আটক মাদক ব্যবসায়ী চুনারুঘাট উপজেলার গোবরখলা গ্রামের মৃত চন্দু মিয়ার ছেলে মোঃ ফারুক মিয়া (৫০) মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরপূর্বক তাকে চুনারুঘাট থানায় হস্তান্তর করা করে র্যাব।
গ্রেফতার এর বিষয় টি নিশ্চিত করেন র্যাব-৯ এর মিডিয়া অফিসার মেজর মাহফুজুর রহমান।