মোঃ মিজানুর রহমান চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধিঃ চুনারুঘাটে স্কুল কলেজের শিক্ষার্থীরা রাতে পড়তে বসে কি না বাড়ী বাড়ী গিয়ে পরিদর্শন করছেন হবিগঞ্জের সাবেক বিজ্ঞ পিপি অ্যাডভোকেট এম আকবর হোসেন জিতু। উপজেলার মিরাশী ইউনিয়নের বিভিন্ন গ্রামে শিক্ষার্থীদের রাতে ঘরে ঘরে গিয়ে আকষ্মিক হাজির চুনারুঘাট উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও সাবেক পিপি অ্যাডভোকেট এম আকবর হোসেইন জিতু।
দেখছেন শিক্ষার্থীরা পড়তে বসছে কি না। খোঁজ খবর নিচ্ছেন লেখাপড়ার ও আর্থিক সমস্যার। উপস্থিত শিক্ষকদের নিয়ে তা সমাধানও করে দিচ্ছেন।
। তিনি নিজ এলাকায় গত কয়েক দিন যাবৎ পূর্বের ন্যায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের নিয়ে রাতে পরিদর্শন করেছেন তিনি। এতে শিক্ষকেরা যেমন খুশি তেমনি খুশি অভিবাবকেরা।
এ বিষয়ে অ্যাডভোকেট এম আকবর হোসেইন জিতু বলেন, আজ থেকে চল্লিশ বছর আগে আমি যখন শিক্ষকতা পেশায় ছিলাম তখন আমার এলাকায় কোন বিদ্যালয় ছিলো না। আমি কাঁদা মাটিতে হেঁটে হেঁটে শিক্ষার জন্য কাজ করেছি, ঝড় বৃষ্টি উপেক্ষা করে শিক্ষার্থীদের বাড়ী গিয়ে খোঁজ খবর নিতাম। ঘটনাটি নতুন নয়। আমার এই কাজটি অব্যাহত থাকবে।
এক অভিবাবক বলেন, পিপি মহোদয় আমার বাচ্চার লেখাপড়া দেখতে এসেছিলেন। তিনি সার্বিক খোঁজ খবর নিয়েছেন। অনেক আগ থেকেই পিপি অ্যাডভোকেট এম আকবর হোসেন জিতু এ রকম মহৎ কাজ করেন। পিপি অ্যাডভোকেট এম আকবর হোসেন জিতু চুনারুঘাট উপজেলার সাবিহা চৌধুরী উচ্চ বিদ্যালয় ও আদমপুর গাউছিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার বার বার নির্বাচিত ম্যানেজিং কমিটির সভাপতি।
তিনি এ বিদ্যালয়ের সভাপতির দায়িত্ব নেয়ার পর উক্ত বিদ্যালয়ে এস এস সি পরীক্ষা কেন্দ্র এবং পাশাপাশি আদমপুর গাউছিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসায় দাখিল পরীক্ষা কেদ্র প্রতিষ্ঠা করেন। যথাক্রমে দুটি শিক্ষা প্রতিষ্ঠানের মান সম্মত বিল্ডিং সহ লেখা পড়ার মান অনেক উন্নত হয়েছে বলে মনে করেন অভিভাবক ও এলাকাবাসী।